ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
প্রতিটি উপজেলায় সরকারি কলেজ করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। আর সেজন্য বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ থাকে এবং শিক্ষা খাতে অর্থ ব্যায়ে কোনো অভাব হয় না। বৃহস্পতিবার দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারে পদক্ষেপের কারণে এখন সাক্ষরতার হার ৭১ শতাংশ। এ হার শতভাগ করবো। কারণ, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, ‘বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করতে ৯৬ সালে পদক্ষেপ নিয়েছিলাম। বিএনপি এসে সেসব পদক্ষেপ বন্ধ করে দিয়েছিল। এটা দুঃখজনক। আশা করি, দেশের মানুষকে আমরা শতভাগ নিরক্ষরমুক্ত করব।’
শেখ হাসিনা বলেন, ‘শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার তো কাজ করছেই। এর সাথে বিত্তবানরা যদি শিক্ষার প্রসারে এগিয়ে আসেন, তাহলে দ্রুতই দেশ নিরক্ষরমুক্ত হবে।’
‘বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছিলই না। আমরা প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করেছি’, বলেন শেখ হাসিনা।
হীরকজয়ন্তী মদনমোহন কলেজের প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘একটা দাবি আসে এ কলেজ সরকারিকরণের। আমি বুঝি না, যেখানে আমাদের অর্থমন্ত্রী আছেন সেখানে সরকারিকরণের প্রয়োজন হয় কেন?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। আর সবাই যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে, সেজন্য প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।’
তিনি জানান, দেশের যেসব উপজেলায় সরকারি স্কুল-কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি শিশু যাতে নিজের এলাকায় উচ্চ শিক্ষার সুযোগ পায় সে ব্যাপারে সরকার কাজ করছে।
এসময় প্রধানমন্ত্রী জানান, শিক্ষাকে আরো এগিয়ে নিতে সিলেটসহ প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রতিটি জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং সব উপজেলাতে সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।