শিরোনাম :

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

প্রশ্নপত্রে হাত দিলে ওই হাত পুড়ে যাবেঃ শিক্ষামন্ত্রী

nahidনিজস্ব প্রতিবেদকঃ এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে হাত দিলে ওই হাত পুড়ে বা ভেঙে যাবে বলে হুঁশিয়ারী দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, যারা কোচিং সেন্টার কিংবা ফটোকপি করে বিলি করেন, দয়া করে এখানে হাত দিবেন না। আমাদের যথেষ্ট শক্তি ও জনবল গড়ে উঠেছে। কেউ রেহাই পাবেন না। এবার আমরা যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা প্রশ্ন পাবেন, ফাঁস হবে, নকল করতে পারবেন  এই আশায় বসে থাকবেন না। তাহলে বিপদে পড়বেন, সবর্নাশ হয়ে যাবে। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এবার এতে ১৬ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।