ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অমার্জনীয় অপরাধঃ এমাজউদ্দীন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়াকে অমার্জনীয় অপরাধ আখ্যা দিয়ে কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট্র রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ।
বুধবার সন্ধায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ঐক্যের রাজনীতি, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন বলেন, তিনি (খালেদা জিয়া) মুক্তিযুদ্ধ নিয়ে যে কথা বলেছেন তাতে রাষ্ট্রদ্রোহিতার কিছুই নেই,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কয়জন শহীদ হয়েছিল তার সঠিক হিসেব না করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দেয়া হয়েছে তা অমার্জনীয় এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়।
ক্ষমতাসীনদের জিয়া পরিবারের প্রতি অন্যায় আচরণ কিছুতেই গ্রহণযোগ্য নয় এমন দাবি করে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ক্ষমতাসীনরা অন্যায়ভাবে জিয়া পরিবারের উপর যে নির্যাতন করছে তা নিন্দা জানানোর ভাষা আমার নেই।
তিনি বলেন, শাসকগোষ্ঠির অন্যায় আচরণে আমরা মর্মাহত এবং দুঃখিত আল্লাহর পক্ষ থেকে বিচার প্রার্থনা করছি। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দিক।
আয়োজোক সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।