শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

এবার রেডিও ও অনলাইন সম্পাদকদের সঙ্গে আনিসুল হকের মতবিনিময়

0001নিজস্ব প্রতিবেদকঃ দেশের অনলাইন নিউজ পোর্টাল ও রেডিও স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার দুপুরে গুলশানস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনলাইন নিউজ পোর্টালের মধ্যে বাংলামেইল২৪.কমের নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী, এনটিভিবিডির খন্দকার ফখরুদ্দীন আহমেদ, নতুন বার্তার সম্পাদক সর্দার ফরিদ আহমেদ, দ্য রিপোর্ট২৪.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, পূর্বপশ্চিম ডটকমের সিটি এডিটর উম্মুল ওয়ারা সুইটি, এনএনবিডির শাহাদাত চপল প্রমুখ অংশ নেন।
এছাড়া রেডিও টুডের চীফ নিউজ এডিটর আবুল বাসার সেলিম (সেলিম বাসার), জাগো এফএম এর স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী, রেডিও ধ্বনীর শরীফ মুজিব, রেডিও আমার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস শাহ আবুল ফজল, এশিয়ান রেডিওর সিইও শেখ মো. কাদের, রেডিও ফুর্তির সিইও রেজাউল হক, পিপলস রেডিওর জাহান অরন্য, রেডিও ভূমির স্টেশন চীফ শামস সুমন, ঢাকা এএফএম এএর মাকসুদুল হক প্রমুখও উপস্থিত ছিলেন।

মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত ৯ মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সফলতা ও অাধুনিক ঢাকা নির্মাণে সভায় নানা পরিকল্পনার কথা বলেন আনিসুল হক।
এসময় অাধুনিক ঢাকা নির্মাণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার জন্য উপস্থিত অনলাইন ও রেডিওর শীর্ষ কর্তাদের প্রতি আহ্বান জানান আনিসুল হক।