ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
চট্টগ্রামের বীমা মেলায় ৩টি সম্মাননা পেল ন্যাশনাল লাইফ
নিজস্ব প্রতিবেদক : গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী বীমা মেলা। জমজমাট এই মেলায় সেরা অংশগ্রহণকারী হিসেবে পুরস্কার লাভ করে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী। “সেরা স্টল” এর জন্য এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের গণসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।
তিনি জানান, মেলায় আয়োজিত সেমিনারে লাইফ বীমার মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা “শুভেচ্ছা স্মারক” দেয়া হয় ন্যাশনাল লাইফকে। এর আগে ১১ মার্চ স্বচ্ছ বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য “খোদা বকস-ব্যাংক বীমা অর্থনীতি অ্যাওয়ার্ড-২০১৭” অর্জন করে প্রতিষ্ঠানটি। কোম্পানীর সাফল্যের অর্জন ৩টি প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব জামাল এম এ নাসেরের নেতৃত্বে সকল নির্বাহীবৃন্দ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপির হাতে তুলে দেন ।