আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
খ্যাতিমান ব্যাংকার হাবিবুর রহমানের ইন্তেকাল
অর্থনৈতিক প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ডিএমডি এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক এমডি, খ্যাতনামা ব্যাংকার, ইসলামী ব্যাংকিং জগতের অন্যতম দিকপাল শুক্রবার রাত ১০টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘ ৪১ বছর ব্যাংকিং জীবনে চাকরি শুরু করেন সোনালী ব্যাংকে। এরপর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাকালে তিনি এই ব্যাংকে যোগ দেন। সুনামের সাথে তিনি এই ব্যাংকের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ মে ইসলামী ব্যাংকের ডিএমডি পদ থেকে তিনি ইস্তফা দেন। পরের দিন ২০১৩ সালের ১ জুন এমডি হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংকে যোগ দেন। গত বছর ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ শনিবার সকাল ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরের জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় গ্রামের বাড়ি বরিশাল শহরের মুসলিম কবরস্থান রোডের জামে মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে ওই কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাজাসমূহে সব ধর্মপ্রাণ মুসলমানকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তার বড় ছেলে প্রকৌশলী ফেরদৌস হাবিব বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী আর ছোট ছেলে ব্যারিস্টার আদনান হাবিব দেশে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।