ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
৪ দিনের সাংগঠনিক সফরে রাজশাহী বগুড়া ও দিনাজপুর যাচ্ছেন দুই শীর্ষ সাংবাদিক নেতা
নিজস্ব প্রতিবেদক : চার দিনের সাংগঠনিক সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ। সফরকালে দুই নেতা রাজশাহী, বগুড়া ও দিনাজপুরে তিনটি সাংবাদিক সমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শনিবার (৫ অক্টোবর) থেকে তাদের সফর শুরু হচ্ছে রাজাশাহী থেকে। সেখানে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (্আরইউজে)’র বিশেষ সাধারণ সভা এবং পরে সাংবাদিক-সুধি সমাবেশে দুই নেতা যথাক্রমে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সংবাদকর্মীদের বিদ্যমান সুবিধা বাতিল ও সঙ্কুচিত করে মালিকের স্বার্থরক্ষাকারী নবম ওয়েজবোর্ড অবিলম্বে সংশোধন, সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়ন বন্ধ ও সুষ্ঠু বিচার এবং বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে বিএফইউজে ঘোষিত দেশব্যাপী সাংবাদিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এ রাজশাহী, বগুড়া ও দিনাজপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমানের সভাপতিত্বে শনিবার নগরীর নিউমার্কেট এলাকার ‘এসকে ফুড’ রেষ্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠেয় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.এম সাইফুল ইসলাম ফারুকী ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম আবদুর রাজ্জাক। সফরকালে সাংবাদিক নেতারা স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের অবস্থা এবং সংশ্লিষ্ট অঞ্চলে নির্যাতিত সাংবাদিকদের খোঁজখবর নেবেন।
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, বিএফইউজে’র দুই শীর্ষ নেতা রবিবার (৬ অক্টোবর) রাজশাহী থেকে বগুড়ায় পৌঁছবেন। সেখানে বিকেলে একই দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখবেন। জেইউবি’র সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গণেশ দাসের সঞ্চালনায় শহরের সেফওয়ে মোটেল মিলনায়তনে অনুষ্ঠেয় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রাতে জেইউবি’র নির্বাহী পরিষদের সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম ও তৎপরতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হবেন। বগুড়ায় রাতযাপনের পর সোমবার (৭ অক্টোবর) দুই নেতা দিনাজপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
যাত্রা পথে সোমবার দুপুরে দুই সাংবাদিক নেতা পার্বতীপুরে এক মতবিনিময় সভা শেষে দিনাজপুরে পৌঁছবেন। রাতে দিনাজপুরের ইউনিয়নকে আরও গতিশীল করার বিষয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (জেইউডি) এর নির্বাহী পরিষদের কর্মকর্তা ছাড়াও জেলার সমমনা সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। পরদিন (৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় জেইউডি আয়োজিত সাংবাদিক সমাবেশে দুই নেতা প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। জেইউডি’র সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশ পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।