ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
টঙ্গীতে ৮০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
টঙ্গী প্রতিনিধি |
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমিত ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুস্থ, অসহায়, বয়স্ক, বেকার ও দলীয় কর্মীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতারা ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, সেমাই
দুধ ইত্যাদি।

মঙ্গলবার (১৯ তারিখ) দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট মোক্তার বাড়ি ঈদগাহ মাঠে প্রায় ৮০০ শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,
শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার, ৫৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক, টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক ইসমাইল সিকদার বসু, জসিম উদ্দিন প্রমুখ।