শিরোনাম :

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সোমবার থেকে চলবে বাস

নিজস্ব প্রতিবেদক।

দীর্ঘ দুই মাস পর আজ রোববার থেকে সারাদেশে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে সীমিত আকারে বাস চলাচলের অনুমতি সরকার দিলেও সেটা আজ থেকে হচ্ছে না, আগামীকাল সোমবার থেকে শুরু হবে বাস চলাচল। বাস মালিকরা তা একদিন পর থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর জন্য ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা সুরাহা হলেই বাস সড়কে নামাতে চান তারা।

এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিকদের বৈঠকে বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

বাস চালু প্রসঙ্গে বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘তাদের (বাস মালিক) সঙ্গে আমাদের কথা হয়েছে। বাস-মিনিবাস ১ জুন থেকে চলাচল করবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, ‘এতদিন গাড়িগুলো বন্ধ ছিল, চলে নাই। অনেক গাড়িতে দেখা গেছে ব্যাটারি নাই। ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, ইলেকট্রিক সমস্যা আছে অনেক গাড়ির। এসব ঠিক করতে সময়ের ব্যাপার আছে। এজন্য আমরা ১ তারিখ থেকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেছি।’

বাড়তি ভাড়ার যে সুপারিশ করা হয়েছে তার সুরাহার জন্যও একদিন পর থেকে বাস চালানো শুরু করার কথা জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ।

তিনি বলেন, ‘বিআরটিএর বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটা কাল মন্ত্রণালয় থেকে অনুমোদনের ব্যাপার আছে। কাগজপত্র না থাকলে আমরা তো বাড়তি ভাড়া নিতে পারব না। যাত্রীদের সঙ্গে একটা ঝামেলা হবে। এ কারণে কাল অনুমোদন আসার পর পরশু দিন থেকে আমরা গাড়ি চালাব।’

সোমবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হবে বলেও জানান তিনি।