শিরোনাম :

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

করোনায় সৌদিতে পাঁচ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

দেশনিউজ ডেস্ক।

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। মৃত চিকিৎসকরা হলেন- ডা. রনক মোহাম্মদ শফি উল্লাহ্ , ডা. গোলাম মোস্তফা,ডা. মো. আনোয়ার উল হাসান,ডা. আবদুর রহিম ও ডা. আফাফ হোসাইন। ডা. মো. আনোয়ার উল হাসান।

ডা. গোলাম মোস্তফা সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে মদিনা আল আল মনোয়ারায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন, তার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়াল খালী উপজেলায়।
ডা. মো. আনোয়ার উল হাসান ও ডা. আ.রহিম বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। আর ডা. মোহাম্মদ আফাক হোসেইনের বাড়ি যশোর জেলার বাঘাপাড়া।
ডা. মোহাম্মদ আফাক হোসেইন, তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।
ডা. রনক মোহাম্মদ শফি উল্লাহ্ সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কিং সালমান হাসপাতালে রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। তার বাড়ি বি বাড়ীয়া জেলার কসবা উপজেলায়। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যায় পড়াশুনা করেন।

রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টারর ও ডক্টরস পুলের তত্ত্বাবধানকারী ড. আবুল হাসান দূতাবাস ও কনস্যুলেট এর পক্ষে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডিএন/জেএএ