ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
পটুয়াখালীতে সাংবাদিক আনিসুর রহমানের ইন্তেকাল
পটুয়াখালী প্রতিনিধি |
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আনিসুর রহমান আর নেই। তিনি শুক্রবার ( ২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টাইফয়েডে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আনিসুর রহমান দৈনিক জনতা, দৈনিক বাংলাদেশ সময়সহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন । সর্বশেষ তিনি দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সিনিয়র সাংবাদিক মো. আনিসুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করা হয়েছে । তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে টাইফয়েড জ্বরে ভুগছিলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।
মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হোসেন জানান, বরিশাল থেকে মরহুম সাংবাদিকের কফিন রাতেই সুবিদখালীতে আনা হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠে জানাজা শেষে পশ্চিম সুবিদখালী তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
ডিএন/জেএন/বিএইচ