শিরোনাম :

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মৃত্যুর আগেই পত্রিকায় শোকবার্তা, জনমনে ক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি।

কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে বিভিন্ন শ্রেণি পেশার তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে থাকেন। কেউ কেউ আবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও শোক করে থাকে। কিন্তু কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যুর আগেই পত্রিকায় শোক বার্তা প্রকাশের ঘটনা কি কখনো চোখে পড়েছে?

এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে হবিগঞ্জে। এক প্রবীণ আইনজীবীর মৃত্যুর আগেই সচেতন নাগরিক কমিটি নামে একটি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এমনকি তাদের এই শোকবার্তা হবিগঞ্জের স্থানীয় দৈনিক ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় ২৮ জুন রোববার ছাপা হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জের সিনিয়র আইনজীবী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক, হবিগঞ্জের ১ম পিপি, হবিগঞ্জ ল’ কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট মতিন খান অসুস্থ হয়ে ঢাকার স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ জুন দুপুর পৌনে ২ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু, মুত্যুর আগেই পত্রিকায় শোকবার্তা ছাপা হওয়ায় এনিয়ে হবিগঞ্জের আইনজীবী-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিন্দা জানাচ্ছেন এবং পত্রিকাটিরও সমালোচনা করছেন।

ডিএন/এলএন/জেএএ