ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
করোনায় মারা গেলেন সলিমুল্লাহ মেডিকেলের অবসরপ্রাপ্ত চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে এম মুন্তাকিম চৌধুরী।
আজ শনিবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।
ডা. কে এম মুন্তাকিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত করোনায় মোট ৬৮ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।
ডিএন/পিএন/জেএএ/০৪:৫০পিএম/০৪০৭২০২০২০
 
							
 
    
												  	
																						
									 
                     
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										
 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										