আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ফিলিপাইনে মানুষের সাইজের বাদুড়!
দেশনিউজ ডেস্ক।
একঝলকে দেখলে মনে হবে, একটি মানুষ কালো আলখাল্লা পরে ঝুলছে! পা দুটি আঁটকানো উপরে৷ গা শিউরে ওঠার জোগাড়৷ আসলে ওটা একটি বাদুড়৷ ইন্টারনেটে ভাইরাল সেই ছবি৷ নেটিজেনরা অবাক৷ এও কি সম্ভব? একটি মানুষের মাপের বাদুড় হতে পারে? অনেকে অবশ্য বিশ্বাস করতে চাইছেন না৷
ডেইলি মেইল-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ছবিটি ফিলিপাইনের৷ এই ধরনের বাদুড় নিরামিষাশী হয়৷ সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে৷ এশিয়ার বহু দ্বীপে এই প্রজাতির বাদুড় দেখা যায়৷ এরা অন্যান্য বাদুড়ের চেয়ে বড় তো হয়ই, এদের ডানার মাপ কম করে ৫ ফুট হতে পারে৷ ফলে ছবিতে এত বড় মাপের দেখায়৷ অনেকে বলছেন, ফটোগ্রাফারের হাতের কারসাজিতেও এতটা বড় দেখাতে পারে বাদুড়টিকে৷
টুইটারে এই বাদুড়ের ছবি ইতিমধ্যেই ১.৯ লাখ বার রিটুইট হয়েছে ও ২.৭ লাখ লাইক পড়েছে৷ ছবিটির ক্যাপশন আরও গা ছমছমে৷ লেখা রয়েছে, ‘মনে আছে, তোমায় বলেছিলাম, ফিলিপাইনে মানুষের সাইজের বাদুড় রয়েছে? এইটার কথাই বলছিলাম৷’
বেশির ভাগ মানুষই ট্যুইটারে ভয় পেয়েছেন ওই ছবিতে৷ একজন লিখছেন, ‘বিষয় হলো, এই বাদুড়ের ডানার সাইজ ৫.৫৮ ফুট৷ উচ্চতাও ততটাই ভয়ঙ্কর৷’
সূত্র : নিউজ ১৮
ডিএন/এএন/জেএএ/১০:৫০এএম/০৮০৭২০২০৬