আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিনিধি।
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকার তথ্য জানিয়েছে তিতাস গ্যাস সূত্র।
বুধবার সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছেন, ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ডিএন/সিএন/জেএএ/৮:৫২এএম/২৩৭২০২০১