আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
করোনায় আক্রান্ত এমপি ফজলে করিমের অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত এই সংসদ সদস্য এখন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
গত সোমবার করোনার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন এমপি’র ছেলে ফারাজ করিম চৌধুরী। গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমপির ছেলে ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। করোনা ভয়াবহ কোনো রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’
ডিএন/সিএন/জেএএ/১০:২৭পিএম/১৯৮২০২০২৪