আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
চীনের সিনোভ্যাকক টিকার ট্রায়ালের অনুমতি দিল সরকার
নিজস্ব প্রতিবেদক।
চীনের সিনোভ্যাককে বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের অনুমিত দিয়েছে সরকার।
সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
তিনি বলেন, যতদ্রুত ট্রায়াল করা সম্ভব, তত দ্রুতই করা হচ্ছে। তবে এই ভ্যাক্সিন শুধু মাত্র চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। স্বেচ্ছায় যারা এই ভ্যাক্সিন নিতে চান তাদেরকেই দেয়া হবে।
মন্ত্রী বলেন, চীনের দূতাবাসের সঙ্গে কথা হয়েছে , বাংলাদেশে অবস্থানরত তাদের কর্মকর্তা ও নাগরিকদেরও এই ভ্যাকসিন দেয়া হবে।