আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
করোনায় আরো ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২২১১
নিজস্ব প্রতিবেদক।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৭৪ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৭৮ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ১৪ হাজার ১২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।