• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিরাপত্তা ও রাষ্ট্রীয় অধিকারের দাবীতে ঢাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশে

0001নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকারের দাবীতে ঢাকায় এক সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের এটি ছিল সবেচয়ে বড় সমাবেশ।
দেশের প্রায় সবগুলো জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক হাজার মানুষ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়েছে।
এই কর্মসূচি তারা এমন এক সময়ে করলো যখন দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান যাজকরা এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
শেরপুর থেকে এই সমাবেশে আসা প্রাঞ্জল দ্রং জানালেন, সম্প্রতি বিভিন্ন গির্জায় হুমকির ঘটনা তাদের মারাত্মকভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
যেকোন সময় যেকোন জায়গায় হামলার আশঙ্কা করছেন তারা।

বর্তমান পরিস্থিতিকে ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার’ মতো বলে বর্ণনা করছেন সমাবেশে আসা আরেকজন।
এই পরিস্থিতিতে গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন গির্জায় নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ব্যাপারে অনেক অভিযোগ থাকলেও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা খুব বেশী শোনা যায় না।
কিন্তু সম্প্রতি পাবনা এবং দিনাজপুরে দু’জন যাজককে হত্যার চেষ্টা হয়েছে।
পাশাপাশি বেশ কিছু গির্জায় যাজকদের হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত ঠিকানা থেক চিঠিও পাঠানো হয়েছে।

টাংগাইলের মধুপুরের বাসিন্দা বিনেশ রেমা জানালেন সেখানে যাজকদের নিরাপত্তার জন্য নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন।
মি. রেমা বলেন, “ দিনে রাতে মিলিয়ে পালাক্রমে আমরা ১৫ জন গির্জার ফাদারকে পাহারা দিই। কখন কি হয়ে সেটা তো বলা যায় না।”
বাংলাদেশে বর্তমানে খ্রিস্টানের সংখ্যা প্রায় ১০ লাখ বলে ধারণা করা হয়।
সমাবেশ আসা অনেকেই জানালেন নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় তাদের এলাকায় যাজকরা এখন চলাফেরা সীমিত করে দিয়েছেন।
এমনকি অনেকে চার্চের বাইরেও যাচ্ছেন না।

Print Friendly, PDF & Email