• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নির্বাচন গ্রহণযোগ্য করতে স্বাধীনভাবে ভোট প্রদান ও প্রচারণার নিশ্চয়তা চান এমাজউদ্দীন

Dr. Emajনিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন যাই হোক না কেন দুটি বিষয়ে নির্বাচন কমিশনকে নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন- নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ভোটারদের স্বাধীনভাবে ভোট প্রদানের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীকে স্বাধীনভাবে প্রচারণার সুযোগ দিতে হবে। এ দুটি উপাদান বাদ দিলে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে না।

এমাজউদ্দীন বলেন, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৫টি রাষ্ট্রে সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে। এসব রাষ্ট্রের মধ্যে কোনো রাষ্ট্রে অনুমতি নিয়ে কর্মসূচি পালন করতে হয় না। জরুরি অবস্থা জারি থাকলে ভিন্ন বিষয়। তখন অনুমতির প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি নেই। তারপরও কেন অনুমতি নিতে হবে?

Print Friendly, PDF & Email