আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
‘বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী গণতান্ত্র প্রতিষ্ঠায় অসমর্থ’
নিজস্ব প্রতিবেদক: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অসম বলপ্রয়োগের বিষয়গুলো এখনো উদ্বেগের বিষয়। রোববার সকালে রাজধানীতে প্রকাশিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়।
‘বাংলাদেশের সুশাসন পরিস্থিতি ২০১৪-১৫’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে ব্র্যাক ইন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গবেষণায় বলা হয়, স্বাধীনতার চার দশক পরও বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা অধিক শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে অসমর্থ। এ কারণে দেশে উদার গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে গভীর বাধা হিসেবে আবির্ভূত হয়েছে।
গবেষণায় শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ও জরিপে উঠে আসে।