আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
আজ মধ্যরাত থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হচ্ছে। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানাসহ সমন্বিতভাবে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানা গেছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে। আমরা লোকাল প্রশাসন হিসেবে লকডাউন কার্যকরে সহযোগিতা করবো।’
রাজধানীজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত মতে, যেসব এলাকায় করোনা শনাক্তের হার বেশি সেসব এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে ‘রেড জোন’ এলাকাগুলো ভিন্নমাত্রার লকডাউন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ডিএন/জেএএ