আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।
শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।
নির্মল রঞ্জন গুহ গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। এরপর করোনা পরীক্ষার জন্য গত তিনদিন আগে নমুনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং ভালো রয়েছেন বলে জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ডিএন/জেএএ