ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
টঙ্গীর আল-হেলাল একাডেমীতে আলোচনা
‘স্বাধীনতার ৪৮ বছর পরও শিক্ষায় এক্সপিরিমেন্ট চলতে থাকা দুঃখজনক’
টঙ্গী প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল একাডেমীতে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছ। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া মাহফিল।
একাডেমীর সহকারি উপাধ্যক্ষ আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব ও দেশনিউজ ডটনেট এর সম্পাদক এম আবদুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন স্কুলের সিনিয়র শিক্ষক শারমিন আক্তার, ওয়াহিদুজ্জমান, অভিভাবিককা নাজফা আক্তার, নাসরিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম আবদুল্লাহ বলেন, স্বাধীনতার ৪৮ বছরে আমাদের অনেক অর্জন আছে। কিন্তু স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, বাক-ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। শিক্ষা ক্ষেত্রেও চলছে বিশৃঙ্খলা ও অরাজকতা। ৪৮ বছর পরও শিক্ষায় একের পর এক এক্সপিরিমেন্ট চলতে থানা দুঃখজনক।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও আমার প্রিয় দেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সাংবাদিক এম আবদুল্লাহ।