ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
বাঁধ ভেঙ্গে ভেসে গেছে ৪ হাজারেরও বেশি চিংড়ি ঘের
বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় আম্পানে নিঃস্ব বাগেরহাটের চিংড়ি চাষীরা। জলোচ্ছাস ও বাঁধ ভেঙে ভেসে গেছে চার হাজারেরও বেশি চিংড়ি ঘের। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ অন্তত দুই কোটি ৯০ লাখ টাকা। এ অবস্থায় সরকারি প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
চিংড়ি চাষের সাথে জড়িত বাগেরহাটের প্রায় দেড় লাখ মানুষ। করোনায় এমনিতেই ক্ষতির মুখে ছিলেন তারা। এর ওপর ঘূর্ণিঝড় আম্পান এসে একেবারেই নিঃশ্বেস করে দিয়েছে তাদের।
কোথাও জলোচ্ছাসে আবার কোথাও বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে ঘের। সরকারি হিসাবে যা চার হাজার ৬’শ ৩৫টি। আর ক্ষতির পরিমাণ অন্তত দুই কোটি ৯০ লাখ টাকা।
এর আগের ঘূর্ণিঝড়গুলোতেও ক্ষতি হয়েছে এসব চিংড়ি ঘেরের। সরকারি প্রণোদনা না পেয়ে ঋণ নিয়েই চিংড়ি চাষ করতেন তারা। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার মেট্রিক টন। তবে আম্পানে ওলটপালট এ হিসাব।
মৎস্য বিভাগ বলছে, গত অর্থবছরে ১৬ হাজার ৫’শ ৭৫ মেট্রিক টন বাগদা ও ১৫ হাজার ৪’শ ১৩ মেট্রিক টন গলদা উৎপাদন হয়েছিলো।