শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নওগাঁয় ট্রাক ভর্তি সরকারি গম জব্দ, চালক-হেল্পার উধাও

নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর পোরশা উপজেলায় এক ট্রাক ভর্তি ১৮০ বস্তা সরকারি গম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাতে উপজেলার শিতলী গ্রাম থেকে গমগুলো জব্দ করা হয়।

জব্দকৃত গমগুলো থানা হেফাজতে নেওয়া হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিতলী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের একটি সড়কে দাঁড়িয়ে থাকা ১৮০ বস্তা গম বোঝাই ট্রাক জব্দ করা হয়। এরপর গমগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ সময় ট্রাকের ড্রাইভার বা সংশ্লিষ্ট অন্য কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় খাদ্য কর্মকর্তা বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা ইউএনও।