আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
চট্টগ্রামে শ্বাসকষ্টে মারা গেলেন আরেক ডাক্তার
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়ার ‘গরিবের ডাক্তার খ্যাত’ চিত্তরঞ্জন নাথ (৬৬) মারা গেছেন। শ্বাসকষ্টে ভুগে রোববার (৭ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডাক্তার চিত্তরঞ্জন নাথের সহকারী সন্তোষ নাথ জানান, গত ৪ জুন চেম্বারে রোগী দেখার সময় তার শ্বাসকষ্ট হলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের মেডিসন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
দীর্ঘ ৩৬ বছর ধরে এমপিএইস ডিগ্রি নিয়ে পটিয়ার পাচুঁরিয়া এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছেন এই ডাক্তার। বিনিময়ে তিনি রোগী থেকে ৫-১০ টাকা নিতেন। কেউ ফিস না দিলেও তিনি চিকিৎসা দিতেন। তাই গরিবের ডাক্তার’ চিত্তরঞ্জন নাথের মৃত্যুতে পটিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সর্বশেষ পাচুঁরিয়া স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় ২০১০ সালে স্বেচ্ছায় চাকরি হতে অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।