ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি।
গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে ভারতের বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত জুয়েল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে।
শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি ঢল ও সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের পাশাপাশি গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিনচালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হন। ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের ১০০ গজ ভেতরে চলে যান তিনি। এ সময় ভারতীয় বিএসএফ গুলি চালালে পেটে গুলি লাগে তার। পরবর্তীতে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনা ঘটেছে। বিএসএফের ছোড়া গুলিটি জুয়েলের পেটে লেগেছে। তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
ডিএন/সিএন/জেএএ