• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ছিনতাই-অপহরণের দায়ে চট্টগ্রাম ও সিলেটে চার পুলিশ সদস্য গ্রেপ্তার

0001নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় দুই সহকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। আটক দুজন হলেন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলম। আজ মঙ্গলবার দুপুরে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পেশাদার ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশে ছিনতাই ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই এনায়েত বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। গত ২১ সেপ্টেম্বর নগরীর লাভ লেইন এলাকায় দোলন কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ীর আটটি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে এ ছিনতাইয়ের ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ বন্দর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী আল আমিনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সিলেটে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ চেষ্টাকালে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে থানায় সোর্পদ করেছে জনতা। মঙ্গলবার দুপুরে নগরীর জল্লারপাড়ের একটি কলোনিতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- রিজার্ভ ফোর্সের পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান (কং নং ৬৬৫) ও তার সহযোগী রাকিবুল ইসলাম। কলোনির তত্ত্বাবধায়ক রিপা বেগম জানান- মঙ্গলবার ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৫/৬ জন লোক কলোনিতে এসে কবিরুল ইসলাম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় কলোনির বাসিন্দাদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। অন্যরা তখন দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাদেরকে পুলিশে হাতে তুলে দেয়া হয়। রিপা বেগম আরও জানান- কয়েক দিন আগে ওই কলোনির আরেক ক্ষুদ্র ব্যবসায়ী (দুধ বিক্রেতা) ইউসূফ আলীকে একইভাবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছিল। ইউসুফ আলী জানান- প্রায় এক সপ্তাহ আগে কনস্টেবল মনিরুজ্জামানসহ কয়েকজন তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে। পরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উপায়ান্তর না পেয়ে তিনি দুইহাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে ছাড়া পান। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email