গলাকেটে নয়, আঘাত ও শ্বাসরোধে না.গঞ্জে ৫ জনকে হত্যাঃ ময়নাতদন্তের প্রতিবেদন

0-1নিজস্ব প্রতিনিধি: গলা কেটে নয়, নারায়ণগঞ্জে এক পরিবারের পাঁচজনকে শ্বাসরোধ এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। রবিবার নারায়ণগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আসাদুজ্জামান ওই পাঁচজনের লাশের ময়নাতদন্ত করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্নও রয়েছে।’

তবে হত্যার আগে কাউকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কি-না, এবং নিহত দুই নারীর মধ্যে কাউকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা জানতে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে বলে জানান এই চিকিৎসক।

শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার একটি ফ্ল্যাট বাসায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- গৃহবধূ তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০) ও মেয়ে সুমাইয়া (৫), ছোট ভাই মোরশেদুল (২২) ও তাসলিমার জা লামিয়া (২৫)। এ ঘটনায় পরে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এরপর ডা. আসাদুজ্জামানকে প্রধান করে তিনি সদস্য বিশিষ্ট ময়নাতদন্ত কমিটি ঘটনা করা হয়। ওই কমিটির অন্য দুইজন হলেন- একই হাসপাতালের ডা. তোফাজ্জাল হোসেন ও ডা. মফিজ উদ্দিন।

Print Friendly, PDF & Email