শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রদীপের নছিহত, যেন দ্বিতীয় সাহেদ

নিজস্ব প্রতিবেদক।

এ যেন অনিয়ম আর প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদরই ঘটনার পুনরাবৃত্তি।গ্রেফতারের আগে সাহেদও টেলিভিশন টকশোতে বলেছিলেন-আপনি (দুর্নীতিবাজ) যত বড়ই হোন কেন, কাউকে ছাড় দেয়া হবে না। কে কখন গ্রেফতার হবেন বলতে পারবেন না। কিন্তু পরবর্তীতে এই সাহেদই গ্রেফতার হয়েছেন অনিযম, দুর্নীতি ও প্রতারণার দায়ে।

একই দৃশ্য দেখা যাচ্ছে ওসি প্রদীপ কুমার দাশের বেলায়ও। গোপনে খুন, হত্যা আর অপকর্ম করে তিনিও মানুষকে নৈতিকতার নছিহত করতেন। শেষ পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যায় জড়িয়ে গ্রেফতার হয়েছেন তিনি।

এখন প্রতিদিনই প্রকাশ হচ্ছে তার অপকর্মের ফিরিস্তি। সোশ্যাল মিডিয়াতেও বিস্তর চর্চা হচ্ছে তাকে নিয়ে। এই যেমন তার উপদেশ সম্বলিত বিলবোর্ডের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

যেখানে লেখা রয়েছে, প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেয়া আপনার নৈতিক দায়িত্ব। নজর রাখুন সে কার সাথে মেলামেশা করছে।

ডিএন/সিএন/জেএএ/৩:৪২পিএম/১০৮২০২০১৯