আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
২ স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
পুলিশ জানায়, ধামরাই সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই দুই ছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়।
এর পর গতকাল শনিবার রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন দুই ছাত্রীর পরিবার।
এদিকে, শনিবার সকালে ওই শিক্ষক দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওই শিক্ষকের বিরুদ্ধে আরও অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘গ্রেপ্তার শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।’
ডিএন/আইএন/জেএএ/১১:৩এএম/১৬৮২০২০২