ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
প্রতিষ্ঠাতাদের স্মরণে আল-হেলাল স্কুলে দোয়া ও ইফতার মাহফিল
টঙ্গী প্রতিনিধিঃ টঙ্গীতে আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব মাওলানা নূরুল হুদা ও তাঁর সহধর্মিনী সদ্য মরহুমা মোসাম্মৎ নূর খাতুনের স্মরণে বৃহস্পতিবার বিকালে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, গাজীপুর সিটি করপোরেশন ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাবেক তিন সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কালিম উল্লাহ ইকবাল, সাংবাদিক শেখ আজিজুল হক, মাহবুবুর রহমান তরফদার, শাহজাহান শোভন, এম আর নাসির, ঢাকা জজ কোর্টের এডভোকট সানাউল্লাহ, মুজাহিদুল ইসলাম জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সমাজ সেবক গোলাম কিবরিয়া, আল-হেলাল একাডেমির অধ্যক্ষ গোলাম মাওলা, আল-হেলাল স্কুলের উপাধ্যক্ষ মুজাম্মেল হক পাটোয়ারি, ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষক মাওলানা ওসমান গনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল ও আজিজ টিপু, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিনসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম মসজিদের খতিব মুফতি ওমর ফারুক।