শিরোনাম :

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাথমিক শিক্ষা দেখভালকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. আকরাম-আল-হোসেন আজ শুক্রবার ফেসবুকের স্ট্যাটাসে এই তথ্য জানান। এতে অসুস্থ মো. ফসিউল্লাহর সুস্থতার জন্য তিনি প্রার্থনা করেন।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে প্রশাসনের ৩৯১ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমান ও সাবেক মিলিয়ে প্রশাসনের ১৫ কর্মকর্তা করোনায় মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ২১৭ জনই মাঠ প্রশাসনের কর্মকর্তা।

ডিএন/সিএন/জেএএ/৮:৪পিএম/৭৮২০২০২৫