আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
দেশের উন্নয়ন সিপিডির চোখে পড়ে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ কেনিয়ার রাজধানী নাইরোবিতে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের (এমসি-১০) সম্মেলনের অর্জন সম্পর্কে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সংবাদ সম্মেলনে যেসব তথ্য পরিবেশন করেছে তা সঠিক নয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংবাদ সম্মেলনে পরিবেশিত তথ্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে সিপিডির কোন অংশ গ্রহণ ছিল না। ফলে সম্মেলনে বাংলাদেশের ভূমিকা বা প্রাপ্তির অনেক কিছুই সংস্থাটির অজানা থাকতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল হয়েছে। সবাই দেশের উন্নয়নের ও ভাবমূর্তি উজ্জ্বলের পক্ষে কথা বলা উচিত। তোফায়েল আহমেদ বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের প্রাপ্তি অনেক। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের ওষুধ শিল্পের ক্ষেত্রে মেধাসত্ত্বসংক্রান্ত অব্যাহতির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বর্ধিত করা ট্রিপস কান্সিলের সিদ্ধান্ত মিনিস্টেরিয়াল কনফারেন্সে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, প্রিফারেন্সিয়াল মার্কেট এক্সেস বিশেষ করে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা কার্যকরভাবে ব্যবহারের ক্ষেত্রে রুলস অব অরিজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, রুলস অব অরিজিন প্রণয়নের লক্ষে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে শতকরা ৭৫ ভাগ আউটসোর্সিং করে প্রদত্ত সুবিধার আওতায় পণ্য রপ্তানি করা সম্ভব হবে। পূর্বে এর পরিমাণ ৭০ ভাগ ছিল। সেবাখাতে স্বল্পোন্নত দেশগুলোকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা প্রদানের ক্ষেত্রে ওয়েভার-এর মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্বল্পোন্নত দেশের জন্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবহনে ২০৩০ সাল পর্যন্ত ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও এ সময় জানান তিনি।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অমিতাভ চক্রবর্তী, জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের মিনিস্টার ড. মোস্তফা আবিদ খান, এফবিসিসিআই-এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, আন্তর্জাতিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ঔষধ সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির বক্তব্য রাখেন।