সারাদেশে আমদানি-রফতানি বিঘ্নিত

NBR-2নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রনাধীন ‘এএসওয়াই কিউডা ওয়ার্ল্ড’ সার্ভার বন্ধ থাকায় সারাদেশে আমদানি-রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

গত ৫ দিন ধরে এই সার্ভারটি বন্ধ রয়েছে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (আমদানী) মো. আল-আমিন জানান, ৫ দিন ধরে বন্ধ থাকা সিস্টেম সার্ভার এখনো ঠিকভাবে চালু হয়নি। এ জন্য আমদানি-রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আলম ভুঁইয়া মিঠু জানান, সার্ভার বন্ধ থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভও করেন সি অ্যান্ড এফ এজেন্টরা।

Print Friendly, PDF & Email