ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
প্রণোদনায় সহযোগিতা না করলে ব্যাংকের সরকারি আমানত তুলে নেয়ার দাবি এফবিসিসিআইয়ের
নিজস্ব প্রতিবেদক।
করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতার জন্য ও অর্থনীতির ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব প্যাকেজ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে যেসব ব্যাংক সহযোগিতা করবে না ওই সব ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
আজ শনিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।
তিনি বলেন, প্যাকেজ বাস্তবায়নে অনেক ব্যাংক এগিয়ে আসলেও কিছু ব্যাংকের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। যেসব ব্যাংক প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতা করবে না; ওই সব ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেয়ার প্রস্তাব করছি।
পাশাপাশি যারা সহযোগিতা করছে তাদের ট্যাক্সের সুবিধা দেয়া যায় কি না তা বিবেচনার করার আহ্বান জানাচ্ছি।
এফবিসিসিআই সভাপতি বলেন, আজকে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করলাম। শিগগিরই অর্থমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেব।
ডেএন/বিএন/জেএএ