ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ছাড়াল
দেশনিউজ ডেস্ক।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ছুঁই ছুঁই করছে।
বৃহস্পতিবার রাতের তথ্য অনুযায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৭ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৯৬ লাখ ২২ হাজার ৭৩৫ জন।
তাদের মধ্যে বর্তমানে ৩৯ লাখ ৫ হাজার ২১৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ২৭১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫২ লাখ ৩৯ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছে এবং চার লাখ ৮৭ হাজার ৩৪১ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডিএন/এইচএন/জেএএ

