শিরোনাম :

  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ঢামেকের করোনা ইউনিটে একদিনে মারা গেল আরো ১২ জন

নিজস্ব প্রতিবেদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৩জন। বাকি ৯জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের হাজী শওকত আলী (৬০) ফরিদপুর সদরপুরের মো:সজল মিয়া (৩২) ও মুন্সিগঞ্জ শ্রীনগরের নিখিল মন্ভল(২০)।

ডিএন/এমএন/জেএএ