ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
জেকেজির প্রতারণার কথা জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক!
নিজস্ব প্রতিবেদক।
আলোচিত জেকেজির করোনা পরীক্ষার প্রতারণার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী।
শনিবার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।একই সঙ্গে তিনি জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করেন ডা. সাবরিনা।
সাবরিনা আরিফ বলেন, জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা ওভাল কোম্পানির একটি অঙ্গসংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যেখানকার মালিক হচ্ছেন আরিফুর রহমান।
আর আমি ওনাকে কাজ পাইয়ে দিয়েছি, দিতাম এটা পুরোপুরি মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক।
তিনি বলেন, জেকেজির প্রতারণার বিষয়ে আমি ডিজি স্যার ও এডিজি ম্যাডামকে জানিয়েছিলাম।
ডিএনেএইচএন/জেএএ/৬:৫০পিএম/১১৭২০২০২৪

