মিয়ানমার প্রেসিডেন্টের সঙ্গে সুচির বৈঠক

001আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের  সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জন করায় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি কে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। তিনি শান্তিপূর্ণভাবে সুচির দলের কাছে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা দিয়েছেন।

গত ৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের পর বুধবার রাজধানী নেপিদোয় প্রথমবারের মত মুখোমুখি হন দুই নেতা।
গত সিকি শতাব্দীর মধ্যে প্রথম অবাধ নির্বাচনে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিপুল বিজয় অর্জন করে।

সুচি ও প্রেসিডেন্টের বৈঠক শেষে তথ্যমন্ত্রী ইয়ে টুট সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই নেতা শান্তিপূর্ণভাবে এবং মসৃণভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা করেন, যাতে জনগণের মাঝে কোনো আতঙ্ক তৈরি না হয়।

১৯৬২ সালে সেনাদের ক্ষমতা দখলের পর থেকেই জান্তা শাসিত ছিল মিয়ানমার। এর মধ্যে ১৯৯০ সালে সুচির দল জয় পেলেও জান্তারা ক্ষমতা দখল করে রাখেন।
তথ্যমন্ত্রী জানান, মিয়ানমারের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ার এটিই চূড়ান্ত বিজয়।

সূত্র: এপি

Print Friendly, PDF & Email