আইএসের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার

putinনিউজ ডেস্ক : সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রুশ ডুবজাহাজের (সাবমেরিন) নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় (যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়) পারমাণবিক অস্ত্র (ওয়ারহেড) যুক্ত করা হতে পারে।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যদিও পরমাণু অস্ত্র ব্যবহার করাটা একটা সম্ভাবনা মাত্র, তবু তিনি আশা করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এগুলো কখনোই ব্যবহার করতে হবে না।

পুতিন দাবি করেন, গত তিনদিনে তাঁর বাহিনী বিভিন্ন ধরনের ৩০০টি লক্ষ্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে গত মাসে তুরস্কের ধ্বংস করা বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে সিরিয়ার বিশেষ বাহিনীকে সহায়তা করেছে।

Print Friendly, PDF & Email