তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরান, দাম আরো কমার সম্ভাবনা

1আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর তেহরান জানিয়েছে, তারা দৈনিক ৫ লাখ ব্যারেলবেশি তেল উৎপাদন করার পরিকল্পনা করছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্ব বাজারে তেলের মূল্য আরো হ্রাস পাবে।
ইরানের ডেপুটি তেল মন্ত্রী মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জানিয়েছেন, ২০১২ সালে অবরোধ আরোপের পূর্বে তেল বাজারে ইরানের যে অবস্থান ছিল তা ফিরে পেতে চায় তেহরান।
২০১২ সালে অবরোধ আরোপের পূর্বে ইরান দৈনিক ২৩ লাখ ব্যারেল তেল রপ্তানি করতো কিন্তু অবরোধ আরোপের ফলে তা ১০ লাখ ব্যারেলে নেমে আসে।
এদিকে গতকাল প্রতি ব্যারেল তেলের মূল্য ২৮ ডলারে নেমে এসেছে, যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে, বিশ্লেষকরা বলছেন ইরান কত দ্রুত তেল উৎপাদন বৃদ্ধি করতে পারবে তা স্পষ্ট নয়।

ইরানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক জানিয়েছে, সদস্য রাষ্ট্র হিসেবে ইরানের এ সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। তবে বাড়তি উৎপাদন তেলের বাজারকে আরো অস্থিতিশীল করে তুলবে এবং মূল্য আরো কমে যেতে পারে।

জোকেম ওয়েরমাউথ নামের আবুধাবির এক তেল বিশ্লেষক বলেছেন, ‘২০০৮ সালের মতো তেলের মূল্য ব্যারেল প্রতি ১৪৭ ডলার হওয়া বর্তমানে অসম্ভব। আমার মনে হয় বাড়তি তেলের উৎপাদন তেলের মূল্য আরো কমিয়ে আনবে। তেলের দরপতন একটি কাঠামোগত মূল্য হ্রাস। আমার মনে হয়না খুব শীঘ্রই অবস্থার পরিবর্তন ঘটবে।’

ধারণা করা হচ্ছে, তেলের বাড়তি উৎপাদনের ফলে ২০১৬-২০১৭ অর্থবছরে ইরানের অর্থনীতিতে ৪% থেকে ৫.৫% পর্যন্ত প্রবৃদ্ধি ঘটবে।
সূত্র: আলজাজিরা

Print Friendly, PDF & Email