• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কলোম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত ২০ হাজার মানুষ

002নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলোম্বিয়ায় নতুন আতঙ্ক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০ হাজার মানুষ, যাদের মধ্যে গর্ভবতী নারী হলেন ২ হাজার ১১৬ জন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, কলোম্বিয়ার জাতীয় স্বাস্থ্য অধিদফতরের মতে, আক্রান্ত হওয়ার দিক থেকে ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। এ পর্যন্ত ২০ হাজার ২৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভাইরাসটি আমেরিকায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, এ বছরের মধ্যে ৩০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে আমেরিকার দেশগুলোতে। শুধু ব্রাজিলেই দেড় লাখ মানুষের জিকা ভাইরাস ধরা পড়েছে।
মশাবাহিত এ রোগটি প্রাথমিক লক্ষণে তেমন একটা চেনা যায় না। তবে আক্রান্ত গর্ভবতী মায়ের বাচ্চারা বিকৃত চেহারা নিয়ে জন্মাতে পারে। বাচ্চাদের মাথা ছোট কিন্তু দেহ বড় হয়।
কলোম্বিয়ায় আক্রান্তের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। দেশটির মোট আক্রান্তের শতকরা ৬৩.৬ শতাংশই নারী।

Print Friendly, PDF & Email