শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অনুমতি ছাড়া সৌদি মসজিদে ইমামরাও বক্তৃতা-সেমিনার করতে পারবে না

001আন্তর্জাতিক ডেস্কঃ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মসজিদে এখন থেকে ইমামরা কোনো বক্তব্য, সেমিনার অথবা সিম্পোজিয়াম করতে পারবেন না। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে সে দেশের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে এ নির্দেশনা জারি করেছে। খবর আরব নিউজের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদ ব্যবহার করে মানুষ যাতে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে না পারে সে জন্যই ইমামদের এ নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে সৌদি ধর্ম মন্ত্রণালয় দেশের বেশ কিছু মসজিদে দীর্ঘ পর্যবেক্ষণ চালায়। এসময় কিছু মসজিদে ইমামরা শ্রোতাদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয় বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। মসজিদে দেয়া ইমামদের বক্তব্যের অধিকাংশই ধর্মীয় বিভিন্ন গ্রন্থ ভিত্তিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ বিতর্কের পর সৌদি ধর্ম মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে। মসজিদে সেমিনারে বক্তৃতা অথবা সেমিনার বা সিম্পোজিয়াম করার জন্য সৌদি সরকারের কাছে আগেই অনুমতির আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ধর্মীয় স্কলাররা কেবল মসজিদে বক্তব্য দিতে পারবেন।

এর আগে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ও একই ধরনের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সৌদি আরবের কোনো স্কুলে যে কোনো ধরনের সেমিনার, বক্তৃতা অথবা লিফলেট বিতরণ করতে পারবে না।