ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
লাদেনকে ‘শহীদ’ বলে বিপাকে ইমরান খান
দেশনিউজ ডেস্ক।
পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর হাতে নিহত আলকায়দা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিয়ে চরম বিপাকে পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
সংসদের বাজেট অধিবেশনে দেয়া ইমরান খানের এই বক্তব্য নিয়ে শুধু বিরোধীদলের নেতারাই সমালোচনা করছেন না, নেট দুনিয়ায়ও সমালোচনার ঝড় উঠেছে।
মন্ত্রিসখার দুজন সিনিয়ার নেতা এটাকে ‘স্লিপ অফ টাং’ বা মুখ ফসকে বেড়িয়ে যাওয়া ভুল কথা হিসেবে সাফাই গাইলে এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়ও।
খবর দ্যা ডনের।
বুহস্পতিবার পাক পার্লামেন্টে দেয়া ওই বাজেট অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে।
পাকিস্তান তাদের সহযোগিতা করতে গিয়ে কথিত ওই মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে ৭০ হাজার নাগরিককে প্রাণ দিতে হয়েছে।
পাকিন্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে ‘শহীদ’ হন আলকায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন।
এ কথা শুনে চোখ কপালে উঠে পার্লামেন্টে অধিবেশনে অংশ নেয়া সব রাজনীতিকের।
পরে ভুলটা বুঝতে পারেন ইমরান খান।কিন্তু যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়।
ডিএন/আইএন/জেএএ

