শিরোনাম :

  • বুধবার, ২ জুলাই, ২০২৫

ভারতের বিরুদ্ধে কমিউনিস্ট সরকার উৎখাতের অভিযোগ নেপাল প্রধানমন্ত্রীর

দেশনিউজ ডেস্ক।

নয়াদিল্লির বিরুদ্ধে এবার কমিউনিস্ট সরকার উৎখাতের অভিযোগ তুলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

রবিবার প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিজের সরকারি বাসভবনে এক ভাষণে তিনি একথা বলেছেন।

এ খবর দিয়েছে দ্য হিন্দু।

ওলি দাবি করেন, নেপালের ভূখণ্ড চিহ্নিত করায় খুশি হয়নি ভারত। বলেন, তাকে পদচ্যুত করা হলে নেপালের স্বার্থে কথা বলার কেউ থাকবে না।

১৩ জুন, বিতর্কিত লিমপিয়াধুরা-কালাপানি-লিপুলেখ অঞ্চলকে অন্তর্ভূক্ত করে, নতুন মানচিত্র পাস হয় নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে। ১৮ জুন বিলে সাক্ষর করেন নেপালি প্রেসিডেন্ট।

ডিএন/আইএন/জেএএ