শিরোনাম :

  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

এবার চেঙ্গদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

দেশনিউজ ডেস্ক।

চীন-আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাল্টা প্রতিশোধ নিতে এবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেঙ্গদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জবাব দিতেই চীন এই পদক্ষেপ গ্রহণ করেছে। এটা বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ।
বর্তমানে ‍যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে যে বৈরিতা তৈরি হয়েছে সেটার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে দাবি চীনের।
প্রসঙ্গত, গত সপ্তাহে হিউজটনে চীনা কনস্যুলেট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।এরপর থেকে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই মধ্যে গতকাল এক কনস্যুলেটকর্মী ও ৩ চীনা গবেষককে আটক করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এএফপি

ডিএন/আইএন/জেএএ/১১:৫০এএম/২৪৭২০২০১৩