উইঘুর মুসলমানদের রোজা পালনে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে : মাওলানা ইসহাক

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, চীনের উইঘুর মুসলমানদের রোজা পালনে চীনা কমিউনিস্ট সরকারের নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর চরম আঘাত। আমরা চীনা কমিউনিস্ট সরকারের এ ধর্মীয় স্বাধীনতা বিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে উইঘুর মুসলমানদের রোজা পালনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রমজান মাসে রোজা পালন মুসলমানদের অন্যতম মৌলিক ধর্মীয় ইবাদত। রোজা পালনের উপর সরকারি নিষেধাজ্ঞা বিশ্ব মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে। এ ধরণের ধর্মীয় স্বাধীনতা বিরোধী পদক্ষেপ কোনভাবেই মেনে নেয়া যায় না। এটা মানবাধিকারের চরম লংঘন। পৃথিবীর সকল প্রান্তের সব মুসলমানকে তাদের সকল ধর্মীয় বিধিবিধান পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল প্রমুখ ।

বৈঠকে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পিতা মরহুম সৈয়দ শাহিদুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জামিল আহমদের পিতা মরহুম আলহাজ্ব মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পারিচালনা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

Print Friendly, PDF & Email