শিরোনাম :

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আদর্শ সমাজ বিনির্মানে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে – খেলাফত ছাত্র মজলিস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সাভারে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী। তিনি বলেন, মেধা আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে মেধা দান করেছেন কাজের জন্য, দ্বীনের স্বার্থে ব্যবহার করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজ এই মেধা-ই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অপাত্রে অন্যখাতে। তাই ইসলাম দেশ জাতির এই ক্লান্তিলগ্নে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি আনওয়ার হুসাইন রিয়াদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আবদুল্লাহ বিন কাসেম, সহ-সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সহ-প্রশিক্ষন সম্পাদক মাওলানা মুশাররফ হুসাইনসহ ঢাকা জেলা উত্তরের বিভিন্নস্তরের দায়িত্বশীলবৃন্দ।

Print Friendly, PDF & Email